Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন
বিস্তারিত
 

 

 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

 

উপজেলা/জেলা বিভাগীয় সমবায় কার্যালয়/ সমবায় অধিদপ্তর

উপজেলা/মেট্টোপলিটন থানা সমবায় অফিসার, সহকারী পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর/ জেলা সমবায় অফিসার, পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর/যুগ্ম-নিবন্ধক, উপ-নিবন্ধক(সমিতি), পরিদর্শক, নিবন্ধক, ব্যবস্থাপনা), যুগ্ম-নিবন্ধক (সমিতি), উপ-নিবন্ধক (সমিতি), সহকারী নিবন্ধক(সমিতি), পরিদর্শক, অফিস সহকারী কাম কম্পিউটার

উপজেলা/মেট্টোপলিটন থানা/ জেলা বিভাগীয় সমবায় কার্যালয়/ সমবায় অধিদপ্তর

আবেদন প্রাপ্তির ৩দিনের মধ্যে

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

সমবায় আইন অনুযায়ী প্রতিটি সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদ ৩(তিন) বছর। ফলে মেয়াদ পূর্তির পূর্বে নির্বাচনের মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি গঠন করার পদক্ষেপ গ্রহণ করতে হয়। কিন্তু নিয়মিত বা নিয়োগকৃতব্যবস্থাপনা কমিটি তার মেয়াদকালের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে না পারার প্রেক্ষিতে সমবায় সমিতির আবেদনের প্রেক্ষিতে অথবা পরিশোধিত শেয়ার মূলধন ৫০,০০০/- টাকা পর্যন্ত প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে উপজেলা/মেট্টোপলিটন থানা সমবায় অফিসার, পরিশোধিত শেয়ার মূলধন ৫০,০০০/- টাকার উর্দ্ধে প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে জেলা সমবায় অফিসার,কেন্দ্রীয়সমবায়সমিতির ক্ষেত্রে বিভাগীয় যুগ্ম-নিবন্ধক এবং জাতীয় সমবায়সমিতির ক্ষেত্রে  নিবন্ধক ও মহাপরিচালক নিজেই উদ্দ্যেগী হয়ে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ প্রদান করেনএবং নিয়োগ আদেশ সংশ্লিষ্ট সমিতি/দপ্তরে প্রেরণ করেন। নিয়োগকৃত অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি আইনানুগ সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান ব্যবস্থা গ্রহণ করত নির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

সেবা প্রাপ্তির শর্তাবলি

১. সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত,২০০২ ও সংশোধিত,২০১৩)

২. সমবায় সমিতি বিধিমালা, ২০০৪

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র ও সাগঠনিক সভার রেজুলেশন/ সমবায় অফিসে রক্ষিত রেকর্ডপত্রের ভিত্তিতে

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

কোন ফি দিতে হয়না

সংশ্লিষ্ট আইন-কানুন/বিধি-বিধান/নীতিমালা

সমবায় সমিতি আইন ওবিধিমালা

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে যুগ্ম-নিবন্ধক, কেন্দ্রীয় সমিতির ক্ষেত্রে নিবন্ধক ওজাতীয় সমিতির ক্ষেত্রে সচিব

সেবা প্রদানপ্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

)নাগরিক পর্যায়

ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সমবায়আইনওবিধিসর্ম্পকেসদস্যদেরস্বচ্ছধারণানাথাকায় সঠিক সময়ে নির্বাচন করা হয়না।

)সরকারি পর্যায়

নিবন্ধিত সকল সমিতির নির্বাচন সংক্রান্ত নির্বাচনী ক্যালেন্ডার সঠিকভাবে সংরক্ষণ না করার ফলে সঠিক সময়ে তাগিদপত্র না দেয়া সম্ভব হয় না

বিবিধ/অন্যান্য